
হোম অ্যালোন সিনেমার বাড়ি বানিয়ে গিনেস রেকর্ড
লস অ্যাঞ্জেলেসে হোম অ্যালোন সিনেমার ম্যাককালিস্টার বাড়ির ২৫ ফুট উঁচু জিঞ্জারব্রেড সংস্করণ গিনেস রেকর্ড গড়েছে। ডিজনি ও হুলু সিনেমাটির ৩৫তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ ভোজ্য উপাদান দিয়ে এই স্থাপনাটি তৈরি করে। বড়দিনের আনন্দের পাশাপাশি ‘টয়েস ফর টটস’ কর্মসূচিতে খেলনা দানে উৎসাহিত করা হয় দর্শকদের।


