
গাজা উপত্যকায় স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। আল-শিফা হাসপাতালে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা দিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশেষজ্ঞের তীব্র ঘাটতি রয়েছে। চিকিৎসা স্থানান্তর বিলম্বিত হওয়ায় বহু রোগীর প্রাণ ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বজুড়ে ২০২৩ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ১০০ কোটির বেশি নারী শৈশবে যৌন সহিংসতার শিকার হয়েছেন। প্রায় ৬০ কোটি ৮০ লাখ নারী ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছিলেন। 'দ্য ল্যানসেট' জার্নালে প্রকাশিত সমীক্ষা থেকে এসব তথ্য জানা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং তাদের দেশগুলোতে এই সিরাপগুলোর উপস্থিতি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।