
বড় দিনে জার্মানির ব্যাংকে চুরি, ১ কোটি ইউরোর বেশি লুট
বড়দিনের ছুটির নীরবতায় জার্মানির জেলসেনকির্খেনে একটি ব্যাংকে সুড়ঙ্গ কেটে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ কোটি ইউরোর বেশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাট হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই চুরির কারণে স্থানীয় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। চলছে পুলিশী তদন্ত।


