চরচা ডেস্ক


সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, অত্যাধুনিক সব মিসাইল এবং যুদ্ধপ্রস্তুতি। ইউনিটের একজন অফিসার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ‘কম্ব্যাট রেডি’ বা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো মুহূর্তে আঘাত হানতে সক্ষম।

আতশবাজি, আলোকসজ্জা আর উৎসবের আমেজে ভিন্ন ভিন্ন সময়ে বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬ সাল। প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছিল আনন্দঘন উদযাপন। সময়ের পার্থক্য থাকলেও নতুন আশা, সম্প্রীতি ও শান্তির বার্তায় একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব।