চরচা ডেস্ক


১৯৭১ সালে খুলনা পাকিস্তানি সেনামুক্ত হয়েছিল রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে। ‘ব্যাটল অব শিরোমনি’ নামের সেই যুদ্ধের পরিকল্পনায় ছিলেন এক বাঙালি বীর। এই যুদ্ধের রণকৌশল পড়ানো হয় ৩৫টি দেশের সমরবিদ্যার শিক্ষাপ্রতিষ্ঠানে। কেন সেই যুদ্ধ বিশেষ? কীভাবে সেটি আলাদা জায়গা করে নিল যুদ্ধের ইতিহাসে?