কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দশটি গুরুত্বপূর্ণ এআই–চালিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে–যেমন ইমেইল নিরাপত্তা, ব্রাউজিং সুরক্ষা, কল স্ক্রিনিং, এবং ডিভাইসে আচরণ বিশ্লেষণ। বিপরীতে, আইফোনে রয়েছে মাত্র দুটি সুরক্ষা ব্যবস্থা।