
বিকেল পৌনে চারটার দিকে রমনা থানা পুলিশের একটি দল তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহতের মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখে থেকে মাদক জাতীয় বস্তু ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ইংরেজিতে পোস্টমর্টেমের ‘মর্টেম’ শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে। মর্টেম অর্থ মৃত্যু। আর পোস্ট অর্থ পরে। সব মিলিয়ে অর্থ দাঁড়ায়, ‘মৃত্যুর পরে’৷ মানে মৃত্যুর পরের পরীক্ষা-নিরীক্ষা।

ল্যাব এবং জনবল সংকটের কারণে বাংলাদেশে ভিসেরা প্রতিবেদন তৈরি করা একটি সময় সাপেক্ষ বিষয়, এর ফলে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি হয়।