মব হামলা বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাল এইচআরডব্লিউ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মব হামলা বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাল এইচআরডব্লিউ
ছবি: এইচআরডব্লিউর ওয়েবসাইট

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে চলমান মব হামলা ও সহিংসতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

আজ শনিবার নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে এ আহ্বান জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষার লড়াই একটি সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি উদ্বেগজনক আঘাত।

মীনাক্ষী আরও উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু রাজনৈতিক ব্যক্তির উস্কানিমূলক বক্তব্য এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী এবং সংগীতশিল্পীরাও পরিকল্পিতভাবে বিপদের মুখে পড়ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন বজায় না থাকা নাগরিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে । সংস্থাটি জানায়, এসব কারণে ভবিষ্যতে আরও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে।

বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গটি উঠে আসে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। এই হত্যাকাণ্ডের পরই কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

হিউম্যান রাইটস ওয়াচ জোর দিয়ে বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হতে হলে বাংলাদেশকে অবশ্যই সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখনই সব দলের অংশগ্রহণ এবং ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

সম্পর্কিত