চরচা ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জ থেকে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। এর মোট পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা।
ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছায়। সেখানে শুল্ক কর্মকর্তারা একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে দুই যুবককে আসতে দেখেন। দলটি তাদের থামতে বললে বাইক আরোহীরা থামার ভান করে, কিন্তু হঠাৎ করেই দ্রুত গতিতে পালিয়ে যায়।
কর্মকর্তারা একটি গাড়িতে করে তাদের পিছু ধাওয়া করেন। সন্দেহভাজনরা রাস্তার ওপর বাংলাদেশি টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা যায়, নোটগুলো একদম নতুন এবং কখনো ব্যবহার করা হয়নি।
রায়গঞ্জ কাস্টমস বিভাগের কর্মকর্তা অনুজ কুমার দাস জানিয়েছেন, পলাতক যুবকদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরে ছিল। তিনি আরও জানান, এর আগে রায়গঞ্জ কাস্টমস বিভাগে এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধারের কোনো নজির নেই।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জ থেকে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। এর মোট পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা।
ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছায়। সেখানে শুল্ক কর্মকর্তারা একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে দুই যুবককে আসতে দেখেন। দলটি তাদের থামতে বললে বাইক আরোহীরা থামার ভান করে, কিন্তু হঠাৎ করেই দ্রুত গতিতে পালিয়ে যায়।
কর্মকর্তারা একটি গাড়িতে করে তাদের পিছু ধাওয়া করেন। সন্দেহভাজনরা রাস্তার ওপর বাংলাদেশি টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা যায়, নোটগুলো একদম নতুন এবং কখনো ব্যবহার করা হয়নি।
রায়গঞ্জ কাস্টমস বিভাগের কর্মকর্তা অনুজ কুমার দাস জানিয়েছেন, পলাতক যুবকদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরে ছিল। তিনি আরও জানান, এর আগে রায়গঞ্জ কাস্টমস বিভাগে এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধারের কোনো নজির নেই।