ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল নিরাপত্তা কর্মীর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল নিরাপত্তা কর্মীর
ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার বাসিন্দা এবং মৃত মফা দেওয়ানের ছেলে। তিনি পানগাঁও ডকইয়ার্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা প্রতিদিনের মতো ভোরে পানগাঁও ডকইয়ার্ডে কর্মস্থলে যাওয়ার পথে বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার বাবার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

রেখা আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে তাকে (আহমেদ দেওয়ান) গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত