তিন কুকুর ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তিন কুকুর ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি
সিটিটিসির তিন কুকুর ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি। ছবি: চরচা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের তিন প্রশিক্ষিত কুকুর কোরি, স্যাম ও ফিন উন্মুক্ত নিলামে মোট ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার মিরপুর-১৪ পুলিশ লাইন্সের কে-নাইন সদর দপ্তরে এই নিলাম অনুষ্ঠিত হয়।

কে-নাইন স্কোয়াডের পরিদর্শক ফখরুল আলম জানান, স্কোয়াডের নিয়ম অনুযায়ী একটি কুকুর আট বছর কাজের পর অবসরে যায়। সেই নিয়মেই যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের কোরি সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় একজনের কাছে বিক্রি হয়েছে। আর জার্মান শেফার্ড স্যামকে ৪০ হাজার আর ল্যাব্রাডর ফিনকে ৩০ হাজার টাকায় কিনেছে পারটেক্স গ্রুপ।

তিনি আরও জানান, নিলামে অংশ নিতে প্রত্যেক প্রতিযোগীকে এক হাজার টাকা করে জমা দিতে হয়। নতুন মালিকদের কাছে কুকুরগুলো হস্তান্তর করা হবে আগামী ২৭ নভেম্বর। তার আগে তারা থাকছে সিটিটিসির কে-নাইন সদর দপ্তরেই।

সিটিটিসি সূত্র জানায়, কোরি, স্যাম ও ফিন দীর্ঘদিন সন্ত্রাস দমন, বিস্ফোরক অনুসন্ধান, মাদক শনাক্তকরণসহ উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা তল্লাশিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বইমেলা, এয়ারপোর্ট কার্গো চেকিং থেকে শুরু করে বড় বড় সভা–সমাবেশেও দায়িত্ব পালন করেছে তারা সফলভাবে।

ফিন ও কোরি ল্যাব্রাডর এবং স্যাম জার্মান শেফার্ড জাতের। বয়সের কারণে আগের মতো কঠিন দায়িত্ব পালন করতে না পারলেও তাদের স্বাস্থ্য ভালো আছে বলে জানানো হয়েছে। কর্মকর্তাদের মতে, তারা সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।

সম্পর্কিত