বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন
ছবি: চরচা

বরিশালে একটি স্কুল এবং একটি বহুতল ভবন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার ও বান্দ রোডের বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শিক্ষার্থীরা জানায়, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের অভ্যন্তরের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, “আগুন লাগায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌঁড়াদৌঁড়ি শুরু করে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

অন্যদিকে, নগরীর পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলার একটি পার্লারের কার্নিসে রাখা এসি থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, “দুই ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে মডেল স্কুলে অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”

সম্পর্কিত