ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন বোন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন বোন
ইমরান খানের বোন উজমা খানম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পেল তার পরিবার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে তার বোন উজমা খানমকে। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এই অনুমতি দেয়।

করাচিভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, অনুমতি পাওয়ার পর সঙ্গে সঙ্গে কারাগারের ভেতর যেতে দেখা যায় উজমা খানমকে। এ সময় বাইরে ইমরানের সমর্থকেরা জমায়েত ছিলেন।

এর আগে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবার ও দলের নেতাদের সাক্ষাৎ করতে না দেওয়ায় বিক্ষোভ করে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ হয়।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, গত ২৭ অক্টোবর থেকেই ইমরান খান কিংবা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে না তাদের পরিবার। বিষয়টি আলোচনায় আসার পরই ইমরান খানের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন শুরু হয়।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন।

সম্পর্কিত