‘বিবাদে জড়াব না’ বলার এক মাস পূর্তিতে ঢাকা–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘বিবাদে জড়াব না’ বলার এক মাস পূর্তিতে ঢাকা–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: চরচা

কোনো ধরনের বিবাদে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ‘শান্তিচুক্তি’ করার এক মাস পূরণের দিনই ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা।

গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক শান্তিচুক্তি হয়। সে সময় দুই কলেজের শিক্ষার্থীরা ‘কোনো বিবাদে জড়াবে না’ মর্মে মৌখিক অঙ্গীকার করেছিলেন।

সেই শান্তিচুক্তির এক মাস পূরণ হওয়ার দিনই বাস ভাঙচুরকে কেন্দ্র ফের সংঘর্ষে জড়িয়েছে এই দুই কলেজ।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, সকাল সাড়ে আটটার দিকে দুই শিক্ষার্থীর হাতাহাতি থেকেই ঝামেলা শুরু। সাড়ে নয়টার দিকে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে যায়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি চলে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়।

ওসি জানান, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর তিন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান- ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। কখনো তা ব্যাপক আকার ধারণ করে, যা সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিপাকে পড়তে হয়। সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়েন।

সম্পর্কিত