খালেদা জিয়ার মৃত্যুতে উদীচীর শোক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে উদীচীর শোক
উদীচীর লোগো। ছবি: ফেসবুক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।আজ মঙ্গলবার এক শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার, দলীয় কর্মী সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানায়।

উদীচী শোকবার্তায় জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এমন এক অভিভাবককে হারিয়েছে, যিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করে গেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণ, নারীশিক্ষার প্রসার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার উদ্যোগ ও ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক রূপান্তরে খালেদা জিয়ার ভূমিকা আপসহীন মন্তব্য করে উদীচীর সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, “১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। সবশেষ গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তার নিরবচ্ছিন্ন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করে।”

দেশ ও গণতন্ত্রের জন্য আপসহীন ভূমিকাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে জানিয়েছে উদীচী নেতৃবৃন্দ।

সম্পর্কিত