চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ: বিআইডব্লিউটিএ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ: বিআইডব্লিউটিএ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। ছবি: বাসস

ঘন কুয়াশার কারণে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার রাতের জন্য লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।”

এ কে এম আরিফ উদ্দিন জানান, চলাচল করা লঞ্চগুলোর মধ্যে যেগুলো যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবার নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।

এর আগে, ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।

এদিকে হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত