সৌদি আরবে অমুসলিম বাসিন্দাদের জন্য মদ বিক্রি শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সৌদি আরবে অমুসলিম বাসিন্দাদের জন্য মদ বিক্রি শুরু
সৌদি আরবে অমুসলিম বাসিন্দাদের জন্য মদ বিক্রি শুরু হয়েছে। ছবি: রয়টার্স

অমুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব । এখন যেসব অমুসলিম নাগরিকের মাসিক আয় ৫০,০০০ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ২৯ হাজার ৩৭ টাকা) বা তার বেশি, তারা বেতন সনদ দেখিয়ে মদ কিনতে পারবেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, রিয়াদে অবস্থিত দেশের একমাত্র মদের দোকান থেকে বিদেশি অমুসলিমরা মদ কিনতে পারবেন। গত বছর দোকানটি কেবল বিদেশি কূটনীতিকদের জন্য চালু ছিল। পরে ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ প্রাপ্ত অমুসলিমদেরও সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়। পরিবর্তনটি এখনও সরকারি ঘোষণার মাধ্যমে জানানো হয়নি এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। রিয়াদ ছাড়াও সৌদির আরও দুইটি শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।

মদের নিয়ম ধীরে ধীরে শিথিল করা সৌদি আরবের বৃহত্তর সামাজিক সংস্কারের অংশ। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য রিয়াদকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি টানতে সৌদি সরকার কাজ করছে।

গত কয়েক বছরে দেশটি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, জনসমক্ষে বিনোদন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে, নারী-পুরুষের মেলামেশা সহজ করেছে এবং পর্যটনে উৎসাহ দিচ্ছে।

সম্পর্কিত