চরচা ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ভারত সফরে এসেছেন। তবে মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় কলকাতার যুবভারতী মাঠে তুলকালাম করেছে দর্শকরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
Messi’s brief 5-minute appearance sparked chaos at Salt Lake Stadium, West Bengal as angry fans turned violent, throwing bottles, belts, chairs and vandalising hoardings.#Messi𓃵 #GOAT #MessiInIndia
— Sarcasm (@sarcastic_us) December 13, 2025
pic.twitter.com/PwRzP7BDeD
মেসি যুবভারতীতে পৌঁছতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। ফলে গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। বেলা ১১টা ৫২ মিনিটে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়।
আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশি দামে টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।
এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দর্শকরা বোতল ছুড়ে মারছে, গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ফেলছে। ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। সব মিলিয়ে তুলকালাম ঘটে যুবভারতী স্টেডিয়ামে।

মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে।
মেসির এই সফর উপলক্ষে তার ভক্তরা কলকাতা শহরের পূর্বাঞ্চলে তৈরি করেছিলেন ৭০ ফুট উঁচু এক বিশাল মূর্তি। মেসিকে রাজকীয় স্বাগত জানাতে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব কলকাতা বানিয়েছিল তার ইন্টার মায়ামির বাড়ির হুবহু একটি রেপ্লিকা, যেখানে রয়েছে মেসি, তার স্ত্রী এবং সন্তানদের লাইফ-সাইজ কাটআউট ও স্ট্যাচু।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ভারত সফরে এসেছেন। তবে মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় কলকাতার যুবভারতী মাঠে তুলকালাম করেছে দর্শকরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
Messi’s brief 5-minute appearance sparked chaos at Salt Lake Stadium, West Bengal as angry fans turned violent, throwing bottles, belts, chairs and vandalising hoardings.#Messi𓃵 #GOAT #MessiInIndia
— Sarcasm (@sarcastic_us) December 13, 2025
pic.twitter.com/PwRzP7BDeD
মেসি যুবভারতীতে পৌঁছতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। ফলে গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। বেলা ১১টা ৫২ মিনিটে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়।
আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশি দামে টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।
এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দর্শকরা বোতল ছুড়ে মারছে, গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ফেলছে। ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। সব মিলিয়ে তুলকালাম ঘটে যুবভারতী স্টেডিয়ামে।

মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে।
মেসির এই সফর উপলক্ষে তার ভক্তরা কলকাতা শহরের পূর্বাঞ্চলে তৈরি করেছিলেন ৭০ ফুট উঁচু এক বিশাল মূর্তি। মেসিকে রাজকীয় স্বাগত জানাতে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব কলকাতা বানিয়েছিল তার ইন্টার মায়ামির বাড়ির হুবহু একটি রেপ্লিকা, যেখানে রয়েছে মেসি, তার স্ত্রী এবং সন্তানদের লাইফ-সাইজ কাটআউট ও স্ট্যাচু।