বৈধ মোবাইল আমদানিতে শুল্ক কমছে, কঠোর হচ্ছে অবৈধ ফোন নিয়ন্ত্রণ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বৈধ মোবাইল আমদানিতে শুল্ক কমছে, কঠোর হচ্ছে অবৈধ ফোন নিয়ন্ত্রণ
বৈধ মোবাইল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: রয়টার্স

বৈধ উপায়ে মোবাইল ফোন আমদানিকে উৎসাহিত করতে এবং অবৈধ আমদানি কমাতে শুল্কহার হ্রাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয় অফিসে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বিদেশফেরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এরপর অবস্থান বাড়লে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। প্রবাসীদের মধ্যে যাদের বিএমইটি কার্ড আছে, তারা তিনটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন। নিজের ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন সেট আনতে পারবেন। চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে।

যাদের বিএমইটি কার্ড নেই, তারা অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন বিনা শুল্কে। বিদেশে কেনা ফোনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে কোনো পাচারকারী প্রবাসীদের ব্যবহার করতে না পারে।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ আমদানি বাড়ানোর জন্য বর্তমান ৬১ শতাংশ শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুল্ক কমলে বাজারে বৈধভাবে আনা ফোনের দামও কমবে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক-ভ্যাট সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।

দেশে ক্লোন ফোন, চুরি বা ছিনতাই করা ফোন এবং রিফারবিশড ফোন আমদানি সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানিকৃত হলেও বৈধ আইএমইআইযুক্ত ফোনের তালিকা বিটিআরসিতে জমা দিলে কম শুল্কে সেগুলো বৈধ করার সুযোগ থাকবে। তবে ক্লোন বা রিফারবিশড ফোন কোনোভাবেই এই সুবিধার আওতায় আসবে না।

সভায় জানানো হয়, বর্তমানে ব্যবহৃত কোনো মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের আগে বন্ধ করা হবে না। ওই দিন থেকে এনইআইআর ব্যবস্থাপনা চালু হবে, যার মাধ্যমে বৈধ নয় এমন ফোন বন্ধ করা হবে।

একই সঙ্গে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় নজরদারি বাড়ানো এবং পাচারকৃত ফোনের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। সিম রেজিস্ট্রেশন ও সাইবর নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত