তারেক রহমানের প্রত্যাবর্তন

রাজধানীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন। ছবি: চরচা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

শরীফুল ইসলাম বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন যাবেন।

সম্পর্কিত