পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০.৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০.৫
ছবি: পেক্সেলস

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই জেলাটির তাপমাত্রার পারদ কমে ১০ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তেঁতুলিয়ার পর আজ সকালে শ্রীমঙ্গলে ১১ দশমিক ০ শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার এক পূর্বাভাসে সরকারি সংস্থাটি জানিয়েছে, আজ সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তাছাড়া আবহাওয়াও শুস্ক থাকতে পারে।

গত ৩ ডিসেম্বর দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের যেসব জেলা গুলোতে শীতের প্রকোপ বেশি হয়ে থাকে তার মধ্যে উত্তরের জেলা দিনাজপুর অন্যতম।

সম্পর্কিত