মাদুরোকে ছেড়ে দিতে বলল চীন, উদ্বেগ প্রকাশ ভারতের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদুরোকে ছেড়ে দিতে বলল চীন, উদ্বেগ প্রকাশ ভারতের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকান বাহিনী আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও ভারত।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

ভেনেজুয়েলার সরকারকে সরিয়ে দেওয়া থেকে বিরত হয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে চীন।

এর আগে চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের শক্তি প্রয়োগের ঘটনায় তারা ‘গভীরভাবে শোকাহত এবং এর তীব্র নিন্দা’ জানাচ্ছে।

এদিকে, আমেরিকার এই অভিযানের পর চলমান এই পরিস্থিতিকে ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলার নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সেই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষকে আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “কারাকাসে ভারতের দূতাবাস দেশটিতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের সহায়তাও অব্যাহত থাকবে।”

সম্পর্কিত