রাজধানীতে কান ছিঁড়ে দুল ছিনতাই!

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে কান ছিঁড়ে দুল ছিনতাই!
ছিনতাই প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বিকেল ৪টার কিছু পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয় ভুক্তভোগীকে।

আহত লাইজু বেগম যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীরা লাইজুর কান ছিঁড়ে দুল ছিনিয়ে নেওয়ার সময় তিনি গুরুতর আহত হন।

লাইজুর স্বামী রনি সরকার জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই নারায়ণগঞ্জ ইপিজেডে কর্মরত। শনিবার রাতের ডিউটি শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে কাজলা পেট্রোল পাম্পের সামনে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা তার স্ত্রীর কানের দুল এবং তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

রনি সরকার আরও জানান, ঘটনার পরপরই প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিকেলের দিকে ওই নারীর কানে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানার পুলিশকে জানানো হয়েছে।”

সম্পর্কিত