উদীচীর অফিসে আগুন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
উদীচীর অফিসে আগুন
উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন দেখা যায়। ছবি: চরচা

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘‘আমরা রাত ৭টা ৪২ মিনিটে রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

একই ভবনে তৃতীয় তলায় থাকা রাজনীতি ডটকমের সংবাদকর্মী রায়হান হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি যখন নিজের অফিসের দিকে যাচ্ছিলেন, তখন লক্ষ্য করেন, দোতলার উদীচী কার্যালয়ে আগুন জ্বলছে। তখন তিনি সেখানে যান ভিডিও ধারণ করতে। গিয়ে দেখেন, পুরো তলায় আগুন রয়েছে। সেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি নিজেও সেখানে আটকা পড়েন।

শুক্রবার হওয়ায় সরকারি অফিস বন্ধ ছিল। এ কারণে তিনি পেছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেদিকেও আগুন ছিল। পরে তিনি মূল গেটে আসেন এবং সেখান থেকে সাহায্য চান। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।

উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল আলম বলেন, ‘‘সরকার ব্যর্থ। আমরা উদীচীর পক্ষ থেকে এই অথর্ব ও নির্লজ্জ সরকারের অবশ্যই পদত্যাগ দাবি করছি। আমরা বলে দিতে চাই, উদীচী শিল্পীগোষ্ঠীর এই অফিস পুড়িয়ে দিলেই উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রাম-লড়াই-সাংস্কুতিক আন্দোলন সারা দেশে হাজার হাজার শিল্পকর্মীর প্রাণ থেকে উদীচীর নাম মুছে ফেলা যাবে না।’’

তিনি জানান, ‘‘এর আগে আজ সকালে শাহবাগ থানায় যোগাযোগ করি নিরাপত্তার জন্য। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। কিন্তু কোনো পুলিশি কার্যক্রম দেখতে পাইনি।”

সম্পর্কিত