এসএসএফ সুবিধা শুধু খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, তার পরিবারকে নয়

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এসএসএফ সুবিধা শুধু খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, তার পরিবারকে নয়
খালেদা জিয়া। ফাইল ছবি: সুদীপ্ত সালাম

এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ সুবিধা তার পরিবারের অন্য সদস্যের জন্য নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরিবারের অন্য সদস্যের জন্য নয়।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে নির্ধারিত বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয় বৈঠকে।

বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) আবারও সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেখানে নুতন করে দুটি সংশোধনী আনা হয়েছে।

বৈঠক শেষে আরপিওর নতুন দুটি সংশোধনীর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের এ বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ পাস হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে সরকারের কোনো সহযোগিতা চাইলে তা নিশ্চিত করা হবে বলে একই দিনে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সম্পর্কিত