চরচা ডেস্ক

অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ”গত দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”
বার্তা সংস্থা বাসস জানায়, আজ সোমবার চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি ও দুর্নীতির চাপ থেকে দেশকে উত্তোলন করাই ছিল সরকারের প্রধান লক্ষ্য, এবং তা অনেকটাই অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন।
সালেহউদ্দিন জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে বেড়ে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় অর্জন। তার মতে, দুর্নীতি ও অর্থপাচারের কারণে অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছিল, তবে বর্তমান সরকার পরিস্থিতি বদলাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ভোটের মাধ্যমে ভালো, ত্যাগী এবং জনদরদি মানুষ আসুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, দেশে এখন রাজনৈতিক চাপ নেই, তাই সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ায় কোনো বাধা নেই।
আইনশৃঙ্খলা, বিচার বিভাগে স্বাধীনতা এবং দ্রুত বিচার ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। গণভোটে “হ্যাঁ” ভোট দিয়ে এসব সংস্কারকে স্থায়ী করার আহ্বানও জানান এই উপদেষ্টা।
এর আগে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় জেলা প্রশাসক, এনবিআর চেয়ারম্যান ও পুলিশ সুপারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ”গত দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”
বার্তা সংস্থা বাসস জানায়, আজ সোমবার চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি ও দুর্নীতির চাপ থেকে দেশকে উত্তোলন করাই ছিল সরকারের প্রধান লক্ষ্য, এবং তা অনেকটাই অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন।
সালেহউদ্দিন জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে বেড়ে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় অর্জন। তার মতে, দুর্নীতি ও অর্থপাচারের কারণে অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছিল, তবে বর্তমান সরকার পরিস্থিতি বদলাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ভোটের মাধ্যমে ভালো, ত্যাগী এবং জনদরদি মানুষ আসুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, দেশে এখন রাজনৈতিক চাপ নেই, তাই সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ায় কোনো বাধা নেই।
আইনশৃঙ্খলা, বিচার বিভাগে স্বাধীনতা এবং দ্রুত বিচার ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। গণভোটে “হ্যাঁ” ভোট দিয়ে এসব সংস্কারকে স্থায়ী করার আহ্বানও জানান এই উপদেষ্টা।
এর আগে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় জেলা প্রশাসক, এনবিআর চেয়ারম্যান ও পুলিশ সুপারসহ অনেকেই উপস্থিত ছিলেন।