সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মির্জা ফখরুলের আহ্বান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মির্জা ফখরুলের আহ্বান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: বাসস

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনা জাতিকে গভীরভাবে বিক্ষুব্ধ করেছে। সেইসঙ্গে এমন ঘটনার পর আগামী দুমাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিরার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব লেখেন বিএনপি মহাসচিব।

গতকাল ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই এই ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে । আমরা আশা করছি, সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমি বিএনপি ও অন্য সকল দলের নেতা কর্মীদের অনুরোধ করছি ধৈর্য্য এবং প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে। যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য । কোনো হঠকারিতাই কাম্য নয়। “

পোস্টে আগামী দুমাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব । দরকার পড়লে অন্তবর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন।”

এ সময় আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয় সেই আশাও প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

সম্পর্কিত