চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
আজ বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশের আঞ্চলিক, জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
এর আগে, তফসিল ঘোষণার পর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ও গণভোটের জন্য ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
আজ বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশের আঞ্চলিক, জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
এর আগে, তফসিল ঘোষণার পর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ও গণভোটের জন্য ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।