সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: বাসস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে হাদির চিকিৎসায় যত টাকা খরচ হবে তা অর্থ মন্ত্রণালয় দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, সরকার সাউথ কোরিয়া থেকে সবচেয়ে কম দামে এলএনজি এনেছে। ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘যে পরিস্থিতি আছে তাতে নির্বাচনের কোনো বাধা নেই। বাজেটে কোনো সংকট হবে না। তফসিল হয়েছে, কমিশন চাহিদাপত্র দিলে অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ে কার্প কার্পণ্য করবে না।’’

নির্বাচনের পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হওয়া প্রয়োজন। নির্বাচনের আগে সেটা ঠিক হবে আশা করি।

হাদির চিকিৎসার অর্থ নিয়ে উপদেষ্টা বলেন, ‘‘ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য অর্থ কোনো সমস্যা হবে না। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে সেটি দেওয়া হচ্ছে।’’

সম্পর্কিত