ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় ম্যানইউয়ের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় ম্যানইউয়ের
ব্রুনো ফার্নান্দেজ। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুই গোল করেছে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিপক্ষ উলভসকে হারিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি।

খেলা শুরুর ২৫ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে দলকে এগিয়ে নেন ফার্নান্দেজ। প্রথমার্ধে তিনটি সুযোগ পেয়েছিল ম্যানইউ। তবে তা কাজে লাগাতে পারেনি দলটি। বিরতির ঠিক আগ মুহূর্তে নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোল হজম করে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণ বারিয়ে দেয়। ম্যাচের ৫১ মিনিটে একটি কাউন্টার অ্যাটাকে দলের লিড বাড়িয়ে নেন ব্রায়ান এমবেউমো। এর কিছুক্ষণ পর ৬২ মিনিটে এক ভলিতে লক্ষ্যভেদ করেন মেসন মাউন্ট। ম্যাচের একেবারে শেষ দিকে ৮২ মিনিটে ভিএআর প্রযুক্তির সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক ফার্নান্দেজ।

পরবর্তী ম্যাচে ১৬ তারিখ বোর্নেমাউথের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।

সম্পর্কিত