বড় প্রকল্পে পুকুর চুরি হয়: নৌ পরিবহন উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বড় প্রকল্পে পুকুর চুরি হয়: নৌ পরিবহন উপদেষ্টা
মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান। ছবি: চরচা

বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

আজ রোববার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, “দেশের বড় প্রকল্পগুলোর প্রধান অন্তরায় দুর্নীতি। অনেক প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হওয়াও বড় সমস্যা। আমরা দেখেছি, বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয়। আশা করি, এখানে কোনো ধরনের পুকুর চুরি হবে না। আমরা হয়তো দায়িত্বে থাকবো না, তবে ভবিষ্যৎ সরকার জনগণের আমানত রক্ষা করবে–এটাই প্রত্যাশা।”

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করার জন্য মীরগঞ্জে আঁড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের বিষয়ে সড়ক, সেতু ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, “ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যেন ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।”

সম্পর্কিত