মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ স্যাটেলাইট

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ স্যাটেলাইট
ছবি: এআই দিয়ে তৈরি

উৎক্ষেপণের পরেই মহাকাশে হারিয়ে গেছে ভারতের ১৬টি স্যাটেলাইট। আজ সোমবার দেশটির শ্রীহরিকোটায় অবস্থিত মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরোর প্রধান ভি নারায়ণন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ‘পিএসএলভি–সি৬২’ অভিযান শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল।

জানা যায়, সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ হলেও কক্ষপথে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট। এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা ১৬টি উপগ্রহই মহাকাশে হারিয়ে গিয়েছে।

২৬০ টনের ‘পিএসএলভি–ডিএল’ স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে আকাশে উঠে দর্শকদের মুগ্ধ করে। প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ এবং একেকটি অংশের খসে পড়ার ধাপগুলোও সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

কিন্তু তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই বিপত্তি। হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে স্পষ্ট যে, রকেট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি অনেকটাই ২০২৫ সালের পিএসএলভি–সি৬১ ব্যর্থতার মতো।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল। তারপর ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথভ্রষ্ট হওয়া লক্ষ্য করা যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি, পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত