ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। ছবি: মার্কিন দূতাবাস

বাংলাদেশে নিযুক্ত আমেরিকার মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও ঢাকায় পৌঁছান। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

ঢাকায় এসে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন,“বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।”

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আন্ডার সেক্রেটারি ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেছিলেন।

আগস্ট ২০২২ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের (ইউএসএসটিআরএটিসিওএম) কমান্ডারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কৌশলগত প্রতিরোধ মিশনের বৈশ্বিক প্রেক্ষাপটে কমান্ডারকে পররাষ্ট্রনীতি সংক্রান্ত পরামর্শ দেন।

সিনিয়র ফরেন সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগের রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফারস অফিসের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৫-২০১৬ সালে পার্লামেন্টারি ফেলো হিসেবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাবকমিটিতে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরো সাইবার সমন্বয়ক, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক উপ-কাউন্সিলর, সান সালভাদরে মার্কিন দূতাবাসে উপ-কাউন্সিলর, পররাষ্ট্র দপ্তরে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশের কান্ট্রি অফিসার, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত