যাত্রাবাড়ীতে যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যাত্রাবাড়ীতে যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই
ছিনতাইয়ের প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. রাকিব হাসান (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাকিব।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা চৌরাস্তার মোড়ে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ভুক্তভোগী রাকিব হাসান এপিলিয়ন গ্রুপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাশবাড়িয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে রাকিব পরিবার নিয়ে রায়েরবাগ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগীর ছোট ভাই রাফি হাসান বলেন, “গতরাতে আমার ভাইয়ের নাইট শিফটে ডিউটি ছিল। ডিউটি শেষে আজ সকালে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় কাজলার চৌরাস্তার মোড় ফ্লাইওভারের নিচে দুই থেকে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়।”

রাফির ভাষ্য, তার ভাই কিছু বুঝে ওঠার আগেই ডান হাতের কব্জিতে ছুরিকাঘাত করে রাকিবের ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রাকিবের সঙ্গে অফিসের ডকুমেন্টের একটি ব্যাগ ছিল, সেটিও নিয়ে গেছে।

খবর পেয়ে রাকিবকে ঢামেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় বলে জানান তার ভাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত