ইরানে বিক্ষোভে নিহত ১৯২, বলছে মানবাধিকার সংস্থা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে বিক্ষোভে নিহত ১৯২, বলছে মানবাধিকার সংস্থা
বর্তমানে ইরান এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। ছবি: রয়টার্স

ইরানে সরকারবিরোধী ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ বিক্ষোভে ১৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। আজ রোববার সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এর আগে, ইরানে বিক্ষোভে ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল সংস্থাটি। তবে নতুন হিসাবে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।

সম্পর্কিত