ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা, কারাকাসের নিন্দা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা, কারাকাসের নিন্দা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান অর্থ বিভাগের আরোপ করা নতুন এই নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার ছয়টি জাহাজ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিনজন ভাগনেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় আমেরিকান অর্থ বিভাগ।

এর আগে গতকাল ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, জব্দ করা ট্যাংকারটি একটি আমেরিকান বন্দরের দিকে ভাসিয়ে আনা হচ্ছে।

ক্যারিবীয় উপকূলে আমেরিকান রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি ট্রাম্পের নেওয়া একের পর এক পদক্ষেপ আর নতুন করে ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

এ ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিযোগ করেছে কারাকাস।

গত সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন বলছে, তারা অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারকে উৎখাত করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য। এ জন্য ক্রমেই সামরিকায়নের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন।

সম্পর্কিত