আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট ২০২৬

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট ২০২৬
এনআরবি ওয়ার্ল্ড লোগো।

বিশ্বব্যাপী ব্যবসায়িক সংযোগ, বিনিয়োগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট ২০২৬।

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের সহযোগী প্রতিষ্ঠান–এনআরবি ওয়ার্ল্ড আগামী ১০ এপ্রিল নিউইয়র্কের টাইমস স্কয়ারের ম্যারিয়ট মার্কুইস হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।

‘কানেক্ট ইয়োর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে বিশ্বের ৫০টিরও বেশি দেশের ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা অংশ নেবেন। যাতে করে এই বৈশ্বিক সংলাপ, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে বলে মনে করা হচ্ছে ।

সামিটটি আয়োজন করা হয়েছে বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম-এর নেতৃত্বে। প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ বৃদ্ধিতে তার অবদান রয়েছে। তার নির্দেশনায় গ্লোবাল বিজনেস সামিট একটি আন্তর্জাতিক ফোরামে রূপ নিতে যাচ্ছে, যেখানে উদ্ভাবন, উৎকর্ষতা ও অংশীদারত্ব উদযাপিত হয়।

এই সামিটের অন্যতম আকর্ষণ হবে বিশ্বব্যাপী বাংলাদেশি সাফল্যকে সম্মান জানিয়ে প্রকাশিত চারটি বিশেষ সংস্করণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। এগুলো হলো-বিশ্বজুড়ে ১০০ জন প্রবাসী বাংলাদেশি, ১০০ জন গ্লোবাল এনআরবি লিডিং উইমেন, বাংলাদেশের ১০০ জন সেরা সিইও এবং ১০০ জন আমেরিকান-বাংলাদেশি চেঞ্জমেকার। এসব প্রকাশনার মাধ্যমে ব্যবসা, নেতৃত্ব, উদ্ভাবন ও সমাজ উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হবে।

এছাড়াও সামিটে গুরুত্ব দেওয়া হবে গ্লোবাল বাংলাদেশি নারী নেতৃত্বকে সম্মান ও ক্ষমতায়নে, যারা বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনছেন।

দিনব্যাপী এই সম্মেলনে থাকবে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, বি-টু-বি বিজনেস ম্যাচমেকিং, আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং মর্যাদাপূর্ণ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। আলোচনায় থাকবে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, ইএসজি ও ইমপ্যাক্ট ইনভেস্টিং, বৈশ্বিক নেতৃত্ব এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা।

উদ্বোধনী পর্বে স্মার্ট রেজিস্ট্রেশন, ওয়েলকাম রিসেপশন ও বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মাধ্যমে সামিটের সূচনা হবে। সমাপনী পর্বে থাকবে প্রবাসী তরুণ, নারী নেতৃত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গালা ডিনারের মাধ্যমে সামিটের সমাপ্তি ঘটবে।

সম্পর্কিত