বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, পাকিস্তানও খেলবে না

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, পাকিস্তানও খেলবে না

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানও একই পথে হাঁটবে—সরকারি সূত্রের বরাতে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার এমন খবরই দিয়েছে। চ্যানেলটির দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকগুলোর দিকে নজর রাখছে। এ ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। আইসিসির প্রতিনিধি দলও ঢাকায়। সেখানে গ্রুপ পরিবর্তনের একটা প্রস্তাব বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেন সহজেই শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও খবর বেরিয়েছে, যে দলের সঙ্গে গ্রুপ অদল–বদল করতে চায় বাংলাদেশ, সেই আয়ারল্যান্ড নাকি রাজি নয়। আয়ারল্যান্ডকে রাজি করাতে না পারলে এই প্রস্তাবও আইসিসির পক্ষে মানা সম্ভব নয়। বাংলাদেশ যে কোনোভাবেই ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না, এটা মোটামুটি পরিস্কার।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের কূটনৈতিক সমর্থন চাওয়া হয়েছে। বিসিবিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন চেয়েছে।

জিও সুপার জানিয়েছে, পাকিস্তান মনে করে কোনো দেশ আরেকটি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাদের কোনো ক্রীড়াদলকে সেখানে পাঠাতে না চাইলে ,তাদের ওপর কোনো অযাচিত চাপ প্রয়োগ করা উচিত নয়।

গত ১১ জানুয়ারি পাকিস্তানের তরফ থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা, সেগুলো আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। পিসিবি জানিয়েছে, তারা প্রয়োজনে স্বল্প নোটিশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে পুরোপুরি প্রস্তুত।

সম্পর্কিত