একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

আজ সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

একনেকে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। কৃষি খাতে নেওয়া হয়েছে ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ জোরদারকরণ’ প্রকল্প। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিনটি অনুসন্ধান কূপ খনন এবং ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত খাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন– ২০২৪-এ আহত ও শহীদ পরিবারগুলোর জন্য স্থায়ী বাসস্থান নিশ্চিতে মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট ও ‘৩৬ জুলাই’ আবাসিক প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ সচিবালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর অগ্নিনিরাপত্তা আধুনিকায়নের প্রকল্প পাস হয়েছে।

অবকাঠামো উন্নয়নে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সংশোধন, সিরাজগঞ্জ–রায়গঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প ছাড়াও স্থানীয় সরকার খাতে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা খাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও গবেষণাগার নির্মাণ, স্বাস্থ্য খাতে প্রজনন স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন এবং ওষুধ প্রশাসন ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালুর প্রকল্প গৃহীত হয়েছে।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদনের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি ছোট প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করা হয়।

সম্পর্কিত