চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
সাজ্জাদ রোমান জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক ককটেল নিক্ষেপ করে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।
ওসি বলেন, ‘‘আমরা ধারণা করছি, আতঙ্ক সৃষ্টির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। দুই যুবককে আটক করতে কাজ চলছে। তাদের আটক করা গেলে সব তথ্য জানা যাবে।’’

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
সাজ্জাদ রোমান জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক ককটেল নিক্ষেপ করে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।
ওসি বলেন, ‘‘আমরা ধারণা করছি, আতঙ্ক সৃষ্টির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। দুই যুবককে আটক করতে কাজ চলছে। তাদের আটক করা গেলে সব তথ্য জানা যাবে।’’

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।