আমেরিকার দীর্ঘতম শাটডাউন অবসানের বিলে ট্রাম্পের সই

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকার দীর্ঘতম শাটডাউন অবসানের বিলে ট্রাম্পের সই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

আমেরিকার ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটাতে একটি সমঝোতা বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এ বিলে সই করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে এই বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের সদস্যসংখ্যা ২১৯।

গত ১ অক্টোবর থেকে আমেরিকার কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হয়। এর পর থেকে আমেরিকার ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছে।

বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে।

সম্পর্কিত