চরচা ডেস্ক

আমেরিকার ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটাতে একটি সমঝোতা বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এ বিলে সই করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে এই বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের সদস্যসংখ্যা ২১৯।
গত ১ অক্টোবর থেকে আমেরিকার কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হয়। এর পর থেকে আমেরিকার ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছে।
বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে।

আমেরিকার ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটাতে একটি সমঝোতা বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এ বিলে সই করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে এই বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের সদস্যসংখ্যা ২১৯।
গত ১ অক্টোবর থেকে আমেরিকার কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হয়। এর পর থেকে আমেরিকার ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছে।
বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।