সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় বিএনপি: আমীর খসরু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় বিএনপি: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

সবার অংশগ্রহণে বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “হাসিনা পরবর্তী বাংলাদেশ নির্মাণের পথরেখাই বিএনপির দেওয়া ৩১ দফা। এটি শেখ হাসিনা পতনের এক বছর আগেই দিয়েছে বিএনপি।”

তিনি বলেন, “বিএনপির লক্ষ্য হলো দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে রাজনীতির ধারায় অন্তর্ভুক্ত করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সরকারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়।”

এসময় বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশকে স্বনির্ভর করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন আমীর খসরু।

সম্পর্কিত