চরচা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।
স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, “আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।”
কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’
কিম সম্পর্কে ট্রাম্প বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সবশেষ সাক্ষাৎ হয়।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।
স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, “আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।”
কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’
কিম সম্পর্কে ট্রাম্প বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সবশেষ সাক্ষাৎ হয়।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।