চরচা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি সহজেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতের সমাধান করতে পারবেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধান করা তার জন্য খুব "সহজ কাজ" হবে এবং এটি হবে তার সফলভাবে সমাধান করা নবম সংঘাতের ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে এটি জানানো হয়।
ট্রাম্প আরো বলেন, "আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে অথবা আফগানিস্তানের সাথে সেখানে একটি সংঘাত চলছে। যদি আমাকে এটি সমাধান করতে হয়, তবে এটি আমার জন্য একটি সহজ কাজ। আপাতত আমাকে আমেরিকা চালাতে হচ্ছে, তবে আমি যুদ্ধের সমাধান করতে ভালোবাসি।"
ট্রাম্প এর আগে অন্য আন্তর্জাতিক সংঘাতের সমাধানে তার ভূমিকার কথা জানান। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সংঘাতেরও উল্লেখ করেন তিনি।
তবে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, আটটি যুদ্ধ সমাধান করার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি আটটি যুদ্ধের ঘটনায় সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান কিংবা ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন, আমরা যে সমস্ত সংঘাতের সমাধান করেছি, তা দেখুন। আমি এগুলোর কোনোটির জন্যই নোবেল পুরস্কার পাইনি।"
গত সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানও পাল্টা জবাব দিলে উত্তেজনা বাড়ে। যদিও গত বুধবার দুই পক্ষের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
তবে শুক্রবার আফগান মিডিয়া জানায়, পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। ঘটনায় স্থানীয় ক্রিকেটারসহ ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অঞ্চলটিতে সহিংসতা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি সহজেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতের সমাধান করতে পারবেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধান করা তার জন্য খুব "সহজ কাজ" হবে এবং এটি হবে তার সফলভাবে সমাধান করা নবম সংঘাতের ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে এটি জানানো হয়।
ট্রাম্প আরো বলেন, "আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে অথবা আফগানিস্তানের সাথে সেখানে একটি সংঘাত চলছে। যদি আমাকে এটি সমাধান করতে হয়, তবে এটি আমার জন্য একটি সহজ কাজ। আপাতত আমাকে আমেরিকা চালাতে হচ্ছে, তবে আমি যুদ্ধের সমাধান করতে ভালোবাসি।"
ট্রাম্প এর আগে অন্য আন্তর্জাতিক সংঘাতের সমাধানে তার ভূমিকার কথা জানান। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সংঘাতেরও উল্লেখ করেন তিনি।
তবে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, আটটি যুদ্ধ সমাধান করার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি আটটি যুদ্ধের ঘটনায় সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান কিংবা ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন, আমরা যে সমস্ত সংঘাতের সমাধান করেছি, তা দেখুন। আমি এগুলোর কোনোটির জন্যই নোবেল পুরস্কার পাইনি।"
গত সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানও পাল্টা জবাব দিলে উত্তেজনা বাড়ে। যদিও গত বুধবার দুই পক্ষের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
তবে শুক্রবার আফগান মিডিয়া জানায়, পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। ঘটনায় স্থানীয় ক্রিকেটারসহ ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অঞ্চলটিতে সহিংসতা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।