চরচা ডেস্ক

আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শাটডাউনের কারণে দেশজুড়ে ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকার প্রশাসনে গত ৩৬ দিন ধরে শাটডাউন চলছে। এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের শাটডাউন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো, বেতন ছাড়া কাজ করে যাওয়া ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার টিএসএ কর্মকর্তার ওপর চাপ কমানো। বিমানসংস্থাগুলোকে ৩৬ ঘণ্টার মধ্যে সময়সূচি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং এয়ারলাইনগুলোর হেল্পলাইনগুলোয়ে কলের চাপ পড়েছে।
ডাফি বলেন, ডেমোক্র্যাটরা যদি সরকার ব্যবস্থা পুনরায় চালু করতে রাজি হয়, তাহলে এই কাটছাঁট তুলে নেওয়া হতে পারে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, প্রথমে ৪ শতাংশ হারে ফ্লাইট কমানো শুরু হবে, যা ধীরে ধীরে আগামী সপ্তাহে ১০ শতাংশে পৌঁছবে। তবে আন্তর্জাতিক রুটগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরগুলো এই কাটছাঁটের আওতায় পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিমান বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম জানিয়েছে, এতে প্রায় ১৮০০ ফ্লাইট কমে যেতে পারে।
হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে স্বাস্থ্যবীমা ভর্তুকি নিয়ে মতবিরোধের জেরে এই অচলাবস্থা দীর্ঘায়িত হচ্ছে। এই শাটডাউন যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিরাপত্তা ও জনসাধারণের আস্থা উভয়কেই হুমকির মুখে ফেলেছে।

আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শাটডাউনের কারণে দেশজুড়ে ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকার প্রশাসনে গত ৩৬ দিন ধরে শাটডাউন চলছে। এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের শাটডাউন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো, বেতন ছাড়া কাজ করে যাওয়া ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার টিএসএ কর্মকর্তার ওপর চাপ কমানো। বিমানসংস্থাগুলোকে ৩৬ ঘণ্টার মধ্যে সময়সূচি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং এয়ারলাইনগুলোর হেল্পলাইনগুলোয়ে কলের চাপ পড়েছে।
ডাফি বলেন, ডেমোক্র্যাটরা যদি সরকার ব্যবস্থা পুনরায় চালু করতে রাজি হয়, তাহলে এই কাটছাঁট তুলে নেওয়া হতে পারে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, প্রথমে ৪ শতাংশ হারে ফ্লাইট কমানো শুরু হবে, যা ধীরে ধীরে আগামী সপ্তাহে ১০ শতাংশে পৌঁছবে। তবে আন্তর্জাতিক রুটগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরগুলো এই কাটছাঁটের আওতায় পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিমান বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম জানিয়েছে, এতে প্রায় ১৮০০ ফ্লাইট কমে যেতে পারে।
হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে স্বাস্থ্যবীমা ভর্তুকি নিয়ে মতবিরোধের জেরে এই অচলাবস্থা দীর্ঘায়িত হচ্ছে। এই শাটডাউন যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিরাপত্তা ও জনসাধারণের আস্থা উভয়কেই হুমকির মুখে ফেলেছে।

আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালেও মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। তবে সেই আইন ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংজ্ঞা ও জুলাই সনদকে বিবেচনায় রেখে দায়মুক্তির সময়সীমা শুধুমাত্র জুলাই-আগস্ট মাসের মধ্যেই সীমাবদ্ধ।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।