‘পরীক্ষায়’ ট্রাম্পের হোঁচট, ৩ নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘পরীক্ষায়’ ট্রাম্পের হোঁচট, ৩ নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই নির্বাচনগুলোর ব্যালটে ট্রাম্পের নাম ছিল না। কিন্তু এসব নির্বাচনে তাকে একজন ‘অদৃশ্য প্রার্থী’ মনে করা হচ্ছিল ।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জন্য এসব নির্বাচন ছিল এক ধরনের পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, প্রথম বড় এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন।

গতকাল মঙ্গলবার আমেরিকার নিউইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন হয়। একইদিন আমেরিকার নিউজার্সি ও ভার্জিনিয়ায় হয় গভর্নর নির্বাচন। এই তিন নির্বাচনে ডেমোক্র্যাটরা দারুণ জয় পেয়েছেন।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র। এক শতাব্দীর মধ্যে তিনি নিউইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র।

ট্রাম্প কোনোভাবেই মামদানিকে নিউইয়র্কের মেয়র হিসেবে দেখতে চাননি। তিনি আগেই হুমকি দিয়েছেন, মামদানির মতো লোক নির্বাচিত হলে তিনি নিউইয়র্ক শহরের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল কমিয়ে দেবেন। মামদানি অবৈধ অভিবাসী বলেও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এ নিয়েও তিনি হুমকি দিয়েছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিউজার্সির গভর্নর পদে জয়ী হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল।

রিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ভার্জিনিয়ায় গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হচ্ছেন।

স্প্যানবার্গার সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। তিনি সিআইএর সাবেক কর্মকর্তা। স্প্যানবার্গার হতে যাচ্ছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করছেন স্প্যানবার্গার।

সম্পর্কিত