চরচা ডেস্ক

পরমাণু কার্যক্রম নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে যাচ্ছে ইরান। দেশটি চাইছে এই কার্যক্রম নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা। তবে যাতে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে না পড়ে, সেভাবেই কথা বলতে চাই ইরান।
এমন আভাসই দিয়েছেন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বহু বছর ধরেই আমেরিকা, এর ইউরোপের মিত্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান পরমাণূ অস্ত্র বানানোর দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করছে। দেশটি বলছে, তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য।
এর আগে এ নিয়ে গত মাসে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য আমেরিকা প্রস্তুত। চুক্তি করার জন্য পথ সব সময় খোলা।
এবার ইরানের পক্ষ থেকে জানানো হলো, তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার কাছে শান্তি সমঝোতার বার্তা পাঠাচ্ছে ইরান।
গত জুনে ইরান–ইসরায়েল ১২ দিনের যুদ্ধের আগে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ৫ বার বৈঠকে বসে পশ্চিমারা।

পরমাণু কার্যক্রম নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে যাচ্ছে ইরান। দেশটি চাইছে এই কার্যক্রম নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা। তবে যাতে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে না পড়ে, সেভাবেই কথা বলতে চাই ইরান।
এমন আভাসই দিয়েছেন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বহু বছর ধরেই আমেরিকা, এর ইউরোপের মিত্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান পরমাণূ অস্ত্র বানানোর দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করছে। দেশটি বলছে, তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য।
এর আগে এ নিয়ে গত মাসে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য আমেরিকা প্রস্তুত। চুক্তি করার জন্য পথ সব সময় খোলা।
এবার ইরানের পক্ষ থেকে জানানো হলো, তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার কাছে শান্তি সমঝোতার বার্তা পাঠাচ্ছে ইরান।
গত জুনে ইরান–ইসরায়েল ১২ দিনের যুদ্ধের আগে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ৫ বার বৈঠকে বসে পশ্চিমারা।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।