রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে আসে, তাহলে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই ঘোষণা দেন।
সালাউদ্দিন আম্মার তার বক্তব্যে বলেন, “ভারত ও আওয়ামী ফ্যাসিবাদের সমন্বিত পরিকল্পনায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তারা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের মধ্য থেকে একজন শরিফ ওসমান হাদি বিদায় নিলেও তার উত্তরসূরী হিসেবে হাজার হাজার শরিফ ওসমান হাদি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে।”
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করে সালাউদ্দিন আম্মার আরও বলেন, “যারা ভারত ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে তারাই আমাদের বন্ধু। কিন্তু যারা টকশো বা বক্তৃতায় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে নমনীয়তা প্রদর্শন করবে, তাদের প্রতি কোনো নমনীয়তা দেখানো হবে না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে সালাউদ্দিন আম্মার বলেন, “আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আগামী রোববার থেকে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে রাবিতে আসে, তবে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।”
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি মিটিংয়ে থাকার কারণে এই মুহূর্তে মন্তব্য করতে পারবেন না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে আসে, তাহলে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই ঘোষণা দেন।
সালাউদ্দিন আম্মার তার বক্তব্যে বলেন, “ভারত ও আওয়ামী ফ্যাসিবাদের সমন্বিত পরিকল্পনায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তারা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের মধ্য থেকে একজন শরিফ ওসমান হাদি বিদায় নিলেও তার উত্তরসূরী হিসেবে হাজার হাজার শরিফ ওসমান হাদি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে।”
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করে সালাউদ্দিন আম্মার আরও বলেন, “যারা ভারত ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে তারাই আমাদের বন্ধু। কিন্তু যারা টকশো বা বক্তৃতায় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে নমনীয়তা প্রদর্শন করবে, তাদের প্রতি কোনো নমনীয়তা দেখানো হবে না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে সালাউদ্দিন আম্মার বলেন, “আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আগামী রোববার থেকে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে রাবিতে আসে, তবে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।”
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি মিটিংয়ে থাকার কারণে এই মুহূর্তে মন্তব্য করতে পারবেন না।