যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলায় আহত ১০, গ্রেপ্তার ২

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলায় আহত ১০, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। ছবি: টিকটক থেকে নেওয়া

যুক্তরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যামব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি।

বিবিসিকে এক যাত্রী জানান, হামলার পর হান্টিংডন স্টেশনে ট্রেন থামা মাত্র পরিবহন পুলিশের দল তাতে ঢোকে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলা ঘটনোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করে।

সম্পর্কিত