ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের সক্ষমতা নিয়ে অনিশ্চিত ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের সক্ষমতা নিয়ে অনিশ্চিত ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভি ক্ষমতা দখল করার জন্য দেশটির ভেতরে যথেষ্ট জনসমর্থন আদায় করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

হোয়াইট হাউসের ওভাল দপ্তরে দেওয়া সাক্ষাৎকারে ইরান সরকারের ‘পতন ঘটার একটা সম্ভাবনা আছে’ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “তাকে (পাহলভি) চমৎকার মনে হচ্ছে, কিন্তু আমি জানি না তিনি তার নিজ দেশে কীভাবে খেলবেন আর আমরা আসলে এখনও ওই পর্যায়ে পৌঁছাইনি। তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না আমি জানি না, আর তারা যদি তা করে তাহলে নিশ্চিতভাবেই আমার জন্য তা ভালো হবে।’’

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। তারপরও পাহলভিকে পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পকে নির্লিপ্ত মনে হয়েছে।

রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

৬৫ বছর বয়সী পাহলভি ইরানের ইসলামিক বিপ্লবের আগে থেকেই বিদেশে বসবাস করতেন। ওই বিপ্লবে তার বাবা ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে ইরানের ইসলামিক শাসনের এক প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি।

সম্পর্কিত